• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

শাহজালালে আড়াই কেজি সোনাসহ পাচারকারী পাকরাও


প্রকাশিত: ৮:২৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে1 আড়াই কেজি সোনাসহ এক যুবককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।আটক মো. ইব্রাহীম (২২) এর বাড়ি কুমিল্লায়।বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইব্রাহিম ঢাকায় আসেন বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউজের ‘প্রিভেনটিভ’ দলের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার।

তিনি  বলেন, ইব্রাহীম শরীরের মধ্যে লুকিয়ে সোনার বার নিয়ে এসেছিলেন। তার শরীর তল্লাশি করে এসব বার উদ্ধার করা হয়, যাতে দুই কেজি ৬০০ গ্রাম সোনা রয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান।