• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

শান্ত সারারাত ইয়াবা আর মদ নিয়ে থাকে-স্ত্রী হিসেবে ওর আদর সোহাগ কিছুই পাইনা-প্রভা


প্রকাশিত: ২:৪৬ এএম, ১৭ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৬২ বার

বিনোদন রিপোর্টার   :   শান্ত সারারাত ইয়াবা আর মদ নিয়ে থাকে-স্ত্রী হিসেবে ওর আদর সোহাগ কিছুই পাইনা-প্222রভা। দেশে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী প্রভার দ্বিতীয় সংসার ভাঙনের মুখে। বেশ কিছুদিন যাবৎ আলাদা বসবাস করছেন প্রভা ও তার স্বামী মাহমুদ শান্ত। বিশেষ সূত্র ও প্রভার বরাত দিয়ে এখবর নিশ্চিত করেছে একটি মাধ্যম।

111 মাধ্যমটি জানায়, বিগত দুই বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরেই এ বিচ্ছেদ মেনে নিয়েছেন তারা। দীর্ঘদিন যাবৎ তারা আলাদা বসবাস করছেন। বিচ্ছেদের কারণ হিসেবে প্রভা তার স্বামী মাহমুদ শান্তর মাদকাসক্তিকে দায়ী করেছেন।

555প্রভা বলেন, ‘দীর্ঘদিন ধরে শান্ত নেশায় আসক্ত। ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষের সঙ্গে কতদিন বসবাস করা যায়! প্রায় দুই বছর হলো আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমি আমার মতো চলাফেরা করছি। তবে আমাদের এখনো কাগজপত্র হয়নি।’

777তিনি আরো বলেন, শান্ত আসলে কোন পুরুষের মধ্যেই পড়ে না। সারারাত ইয়াবা আর মদ নিয়েই পড়ে থাকে। রাত হলেও সে বেহুস থাকে। স্ত্রী হিসেবে তার কাছ থেকে আদর সোহাগ কিছুই পাইনি।

অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই ২০১২ সালের ২য় বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রভা-শান্ত।