• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

শাকিবের বউ এবার ডাক্তারনি!


প্রকাশিত: ১১:১৭ পিএম, ২৭ এপ্রিল ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৯৬ বার

 

লাবণ্য চৌধুরী : অপু বিশ্বাস ও বুবলি শাকিবের জীবন থেকে ইতিমধ্যে বাদ পড়ে গেছেন। আগের দুই বউয়ের কারণে শাকিব খান প্রায় সময় নানা সমালোচনার শিকার হন। এসব থেকে মুক্তি পেতে এবার শাকিব খান পরিবারের ইচ্ছায় বিয়ে করতে যাচ্ছেন।

শোনা যাচ্ছে এবার ডাক্তারনি বিয়ের আয়োজন হচ্ছে শাকিব খানের জন্যে। প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন শাকিবের পরিবার পরিজন। পরিবারের অনুমতিতে এবারের বিয়েটা দেশের বাইরে কোথায় হতে পারে এমন আভাষও আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন বলিউড, হলিউডের বড় তারকাদের বিয়ের আয়োজনটা একটু অন্যভাবে হয়। তারা বিয়েটাকে স্মরণীয় রাখতে দেশের বাইরে ভিন্ন জায়গা বেছে নেন।

সেই ক্ষেত্রে অনেকেরই আগ্রহ থাকতে পারে, বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকার বিয়ের আসরটি কোথায় বসবে? এ বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা।সংশ্লিষ্টরা বলছেন,এবার দেশের মধ্যে নয়, পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে শাকিব খানের বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে।

জানা গেছে, রায়হান রাফীর ‘তুফান’ ছবির শুটিংয়ে বর্তমান ভারতে অবস্থান করছে শাকিব খান। ছবিটি ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে টানা শুটিং করতে হচ্ছে তাঁকে। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, শুটিং শেষ করে আগামী মাসের মাঝামাঝিতে দেশে ফেরার কথা আছে। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

তবে বিশ্বস্ত একটি সূত্র বলেছে, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দ রয়েছে। সেই মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। যেহেতু শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব।
সেই সূত্রে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই ডাক্তারনি বিয়ের শুভ মহরত হতে পারে।