• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

শর্তসাপেক্ষে জামিন পেলেন শফিক রেহমান


প্রকাশিত: ২:১৬ পিএম, ৩১ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৮৫ বার

স্টাফ রিপোর্টার  :  প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে 1দায়েরকৃত মামলায় সাংবাদিক শফিক রেহমানকে শর্তসাপেক্ষে তিনমাসের জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচরাপতি এস কে সিনহার ‍নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। আদেশে বলা হয়েছে, পাসপোর্ট আদালতে দাখিল করলেও তার জামিননামা (বেলবন্ড) মঞ্জুর করতে বলা হয়েছে।

আজ জামিন আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে আপিল বিভাগ। শফিক রেহমানের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহববুব হোসনে, এ জে মোহাম্মদ আলী  ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ জামিন মঞ্জুর করেন।এই জামিন মঞ্জুরের ফলে তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।