• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

শরণার্থীদের জন্য ইতালি বা গ্রিসের উপকূলে দ্বীপ কিনতে চান ওরাসকম


প্রকাশিত: ২:৫৫ এএম, ৫ সেপ্টেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

orascom md-www.jatirkhantha.com.bdএএফপি অবলম্বনে নীপা খন্দকার: সিরীয় এবং অন্যান্য দেশের শরণার্থীদের জন্য ইতালি অথবা গ্রিসের উপকূলে একটি দ্বীপ কিনে তাতে হাজার হাজার লোককে আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছেন মিশরীয় ধনকুবের নাগুইব সাওইরিস। প্রথমে টুইটারে এ ইচ্ছার কথা প্রকাশ করেন এ টেলিকম টাইকুন।
গ্রিস অথবা ইতালি-আমার কাছে একটি দ্বীপ বিক্রি কর, আমি একে স্বাধীন করব এবং অভিবাসীদের গ্রহণ করব এবং তাদের নতুন দেশে তাদের চাকুরির ব্যবস্থা করব,’ লিখেছেন তিনি।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইউরোপ যাবার চেষ্টাকালে পানিতে ডুবে প্রায় ২৪০০ লোক মারা গেছে। এদের বেশিরভাগই সিরীয়।
পরে এক টিভি সাক্ষাৎকারে বলেন, তিনি তার পরিকল্পনার কথা ইতালি ও গ্রিস সরকারের কাছে তুলে ধরবেন।
তাকে প্রশ্ন করা হয়, এটা কাজে দেবে বলে তিনি বিশ্বাস করেন কিনা, তার জবাব: ‘অবশ্যই এটা যুৎসই।’
‘তোমাদের তো ডজন ডজন দ্বীপ রয়েছে যেগুলো জনমানবহীন এবং এতে হাজার হাজার উদ্বাস্তুর সংকুলানে হতে পারে।’
তিনি বলেন, গ্রিস অথবা ইতালির উপকূলে একেকটি দ্বীপের দাম ১-১০ কোটি ডলার (৮০-৮০০ কোটি টাকা)। তবে মূল বিষয় হচ্ছে এর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ।
তিনি বলেন, প্রথমে উদ্বাস্তুদের অস্থায়ী আবাস গড়ে দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে পরে তারা নিজেরাই ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল গড়ে তুলবে।
এরপর পরিস্থিতির উন্নতি হলে চাইলে তারা নিজ পিতৃভূমিতে ফিরে যেতে পারবেন- মন্তব্য করেন সাওইরিস।
তবে তিনি বলেন, তার এ পরিকল্পনা মসৃণ হওয়ার নয়। কারণ ইতালি ও গ্রিসের দ্বীপ কিনতে গেলে সীমানা এবং শুল্কসহ নানা জটিলতা রয়েছে।
তবে তিনি বলেন, উদ্বাস্তুদের মানুষ হিসেবে দেখলে এটা সহজ হতে পারে। এখন তো তাদের সাথে গবাদি পশুর মত আচরণ করা হয়।
মিশরের পর্যটন কেন্দ্র লোহিত সাগরের উপকূলে একটি জনপ্রিয় রিসোর্ট রয়েছে সাওইরিসের পরিবারের।
সাওইরিস মিশরীয় টেলিকম জায়ান্ট ওরাসকমের প্রধান নির্বাহী যেটি বাংলাদেশে বাংলালিংক মোবাইল অপারেটর পরিচালনা করছে।ও আফ্রিকার বহু দেশে মোবাইল সেবা দিচ্ছে ওরাসকম। ভূগর্ভস্থ টেলিকম নেটওয়ার্কও পরিচালনা করছে ওরাসকম।
সাওইরিসের মালিকানায় মিশরে একটি টেলিভিশন চ্যানেলও রয়েছে।