শফিক রেহমান ও ইমরানের মুখোশ খুললেন-জয় ‘অপহরণ-হত্যা ষড়যন্ত্রের ফাইল দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস’
এস রহমান : এবার শফিক রেহমান ও ইমরানের মুখোশ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস আমাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে সব তথ্য-উপাত্ত দিয়েছে। এতে শফিক রেহমানের সরাসরি সংশ্লিষ্টতা উদ্ঘাটন করেছে তারা; এ বিষয়ে প্রমাণাদি আমাদের সরকারের কাছে দিয়েছে।
তাকে এই প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু প্রকাশ করতে পারছি না, কিন্তু এই প্রমাণ দ্ব্যর্থহীন এবং অখণ্ডনীয়।আজ রবিবার রাত পৌনে আটটার সময় সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান।
জয় তাঁর ফেসবুক পেজে আরও বলেন, আমি আশাই করেছিলাম বিএনপি এটা নিয়ে মিথ্যা বলার চেষ্টা করবে। যদিও, আমি আশ্চর্য্য হয়েছি ইমরান সরকারের বিষয়ে। সম্ভবত শেষ পর্যন্ত তার আসল চেহারাটা উন্মোচিত হলো।
এটা দেখে মনে হচ্ছে সে আমাদের বেশিরভাগ সুশীলের মতই, আরেকটা সুবিধাবাদী এবং মিথ্যাবাদী। হয়তো বিএনপি তাকে পয়সা দিয়েছে। কে জানে। যেভাবেই হোক, আমি তার প্রতি সব শ্রদ্ধা হারিয়েছি। তাকে তার বক্তব্য প্রত্যাহার করে আমাদের সরকারের কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেন, আমি আমার সকল বন্ধু এবং ভক্তদের কাছে আহ্বান জানাচ্ছি, যারা তাকে অনুসরণ করেন তারা তাকে ফেসবুক থেকে আনফলো/আনফ্রেন্ড করুন। সে একজন অপরাধীর হয়ে কথা বলছে যে আমাকে হত্যার চেষ্টা করেছিলো।
উল্লেখ্য, শনিবার সকালে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।