• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

শনির আখড়ায় রহস্যজনক বিস্ফোরণ


প্রকাশিত: ৫:১৫ পিএম, ১০ জুন ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৪৩ বার

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর শনির আখড়ায় আজ রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে। আজ রেহানা প্লাজা নামের একটি মার্কেটে এ ঘটনা ঘটে। বিপণী বিতানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করা হলেও পুলিশ তা নিশ্চিত করেনি।বিস্ফোরণে দেয়াল ধসে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে শনির আখড়া মোড় বাসস্ট্যান্ডের পাশে মসজিদ রোডের ‘রেহানা প্লাজা’য় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাবুদ্দিন আহমদ জাতিরকন্ঠ কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবনের তিনতলার একটি দেয়াল সম্পূর্ণ ধসে পড়েছে।সেখানে এক্সিম ব্যাংকের শাখা আছে। বিস্ফোরণে ব্যাংকটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।এখন পর্যন্ত একজনের মরদেহ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় দেশ বাংলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।সরজমিনে জানা গেছে, রেহানা প্লাজা’র আশপাশে আরো কতগুলো ভবন আছে, তবে সেগুলোর কোনো ক্ষতি হয়নি। এমনকি ওই ভবনের নীচতলার সূর্যবাণু রেস্তোরাঁ বা অন্যান্য দোকানেরও কোনো ক্ষতি হয়নি।

ভবনের নীচেই মরদেহটি পড়ে আছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানীয় মানুষেরা ঘটনাস্থলে জড়ো হয়েছেন। ‘রেহানা প্লাজা’র পাশের লোকজন জানালেন, সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ করেই বিকট শব্দ হয়, এলাকা কেঁপে উঠে। পড়ে চাইয়া দেখি, ব্যাংকের দেয়াল ধসে পড়তাছে। ইট-বালু-সাইনবোর্ড পড়তাছে।এই সময় নীচ দিয়া এক লোক যাইতেছিল, তিনি মারা পড়ছেন। সূর্যবাণু রেস্তোরাঁ থেকে এক লোক নাস্তা করে বাইর হইতেছিল, তিনি গ্লাস পইড়া বেশ জখম হইছে। আরো মানুষ আহত হইছে।