• বৃহস্পতিবার , ২ জানুয়ারী ২০২৫

ল্যাংড়া কামাল চট্টগ্রামে ক্রসফায়ার


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৯ জুলাই ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

চট্টগ্রাম প্রতিনিধি :  চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আবুল কালাম (২৫) ওরফে cccল্যাংরা কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ও জলদস্যু বলে র‌্যাব জানিয়েছে।মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নগরের পোলোগ্রাউন্ড মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, রাতে র‌্যাবের টহল দল পোলোগ্রাউন্ড এলাকায় গেলে কালামের সহযোগীরা সেখানে গুলি চালায়। এ ঘটনায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে কালামকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।কালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।