• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

লুটেরা ম্যাজিষ্ট্রেট-পদ্মার ইলিশ লুট করে ওএসডি


প্রকাশিত: ১:৩৮ এএম, ১৩ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৯ বার

লক্ষীপুর জেলা প্রতিনিধি  :    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট বাজার থেকে ইলিশ 1hilsha lut-www.jatirkhantha.com.bdলুটের অভিযোগে ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে ওএসডি করে জনপ্রশাসনে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী মঙ্গলবার জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সোহেল রানাকে লক্ষ্মীপুর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনের এডিডি অনুবিভাগে বদলি করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটির মঙ্গলবার প্রতিবেদন দেয়ার কথা থাকলেও কমিটির একমাত্র সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা ছুটিতে থাকায় তা জমা দেননি বলে জানান জেলা প্রশাসক।

ম্যাজিস্ট্রেট সোহেল রানার নামে মতিরহাট বাজার কোল্ড স্টোরেজের তালা ভেঙে ২০০ ইলিশ লুটের অভিযোগ ওঠে গত বুধবার রাতে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে।