• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

লুটেরা তারেককে লন্ডন থেকে ধরে আনা হবে-আনিসুল


প্রকাশিত: ৭:২৯ পিএম, ২১ জুলাই ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৪ বার

বিশেষ প্রতিনিধি  :  তারেককে লন্ডন থেকে ধরে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।এজন্য সব ধরনের চেষ্ঠা তদবির 1করবে সরকার।সর্বশেষ সাহায্য নেয়া হবে ইন্টারপোলের।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে আপিল করতে পারবে না জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তাকে (তারেক) ধরে আনার চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে মুদ্রাপাচার মামলায় তারেক রহমানের সাজার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, এই সাজার প্রেক্ষিতে তাকে (তারেক রহমান) ধরে আনার চেষ্টা করা হবে। যদি এটা সম্ভব না হয়, তা হলে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করে হলেও আনা হবে। এতেও যদি সম্ভব না হয়, তা হলে ইন্টারপোলের মাধ্যমে আনা হবে তারেক রহমানকে।

আজ সকালে অর্থপাচার মামলায় তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। ২০ কোটি টাকা জরিমানাও করেন আদালত।