• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

লুটেরা আফজালের পদত্যাগ এবি ব্যাংকে-কানাডার বেগমপাড়ায় বিশাল সম্পত্তি


প্রকাশিত: ১১:৩৮ পিএম, ৮ ডিসেম্বর ২৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৮ বার

শফিক রহমান : এবি ব্যাংকের লুটেরা আফজাল অবশেষে পদত্যাগ করেছেন। কানাডার বেগম পাড়ায় তার রয়েছে বিশাল সম্পত্তি। আওয়ামী ফেসিস্টদের লুটপাটের সহযোগী ছিল এই আফজাল।অভিযোগ তিনি নিজেও লুটপাট করেছেন এবং অন্যকেও লুটের সুযোগ সৃষ্টি করে দিয়ে গেছেন। ধরা খাওয়ার আশংকায় তিনি দেশ থেকে ছুটির নামে বিদেশে পালিয়ে গিয়েছিলেন।রবিবার তার বিদেশ থেকে বাংলাদেশে ফিরে কাজে যোগদানের কথা ছিল। এ অবস্থায় বেসরকারি খাতে পরিচালিত এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল বিদেশ থেকে পদত্যাগ করেছেন।

জানা গেছে, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার ই–মেইলের মাধ্যমে পদত্যাগপত্র ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে। ব্যাংকটির একজন কর্মকর্তা দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, রবিবার এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এটি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে তার পদত্যাগপত্র উপস্থাপন করা হলে তা গ্রহণ করা হয় বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে এবি ব্যাংকের এমডি হয়ে তারিক আফজাল রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। এ সময় তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য হন। ফলে এবি ব্যাংকের অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকও নিশ্চুপ থাকে। আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। এরপর গত মাসে ১৫ দিনের ছুটি নিয়ে আফজাল করিম কানাডায় চলে যান। রোববার ওই ছুটি শেষ হওয়ার কথা ছিল।

জানা গেছে, এতদিন ছুটি নিয়ে দেশের বাইরে কানাডায় অবস্থান করছিলেন তারিক আফজাল এবং সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। ব্যাংকের অতিরিক্ত এমডি সৈয়দ মিজানুর রহমানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।তারিক আফজাল ২০১৮ সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবি ব্যাংকে যোগ দেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি ব্যাংকটির এমডি পদে দায়িত্ব পান।

ব্যাংক সূত্রে জানা গেছে, শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি এবং উদ্যোক্তাদের অনৈতিক সুবিধা নেওয়ার কারণে ব্যাংকটির আর্থিক সূচক ভঙ্গুর হয়ে পড়েছে। বিশেষ করে খেলাপি ঋণ বেড়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে চাহিদামতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে হলে ডিসেম্বর শেষে এই ব্যাংককে আট হাজার কোটি টাকা লোকসান গুনতে হবে। দীর্ঘদিন ধরে ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক থাকলেও আর্থিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এরপরও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার যে বিশেষ ছাড় দিয়েছিলেন, তাতে ব্যাংকটি গত বছরে ৭২ কোটি টাকা মুনাফা দেখিয়েছে। তবে জুন শেষে মুনাফা কমে ১৪ কোটিতে দাঁড়িয়েছে।

এবি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ছিলেন সাবেক বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি তাঁর পরিবারের নিয়ন্ত্রণে ছিল। ২০০৭ সালে চেয়ারম্যান পদ ছাড়েন মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান। কিন্তু নেপথ্য কলকাঠি ছিল তারই হাতে। ওয়ান-ইলেভেনের পর একে একে দুর্নীতির পাহাড়ের খোঁজ মেলে এবি ব্যাংকে।

ক্ষমতায় আসে আওয়ামী লীগ। চোখ পড়ে বিএনপি নেতার এ ব্যাংকটিতে। অদৃশ্য ইশারায় দুদকের ফাইল চলছিল রকেট গতিতে। দুদকে তখন অর্ধডজন মামলা। ফলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ধসে যাচ্ছিল বালুর বাঁধের মতো।এ পরিস্থিতিতে এবি ব্যাংকের পাশে দাঁড়ায় বাংলাদেশ ব্যাংক। একজন সাবেক ডেপুটি গভর্নরকে চেয়ারম্যানের চেয়ারে বসায়। দীর্ঘ সময় ধরে তাঁদের পক্ষে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ওয়াহিদুল হক, যিনি মোরশেদ খানের চা-বাগানের পরিচালক ছিলেন। এরপর সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ (রুমী) আলীও তাঁদের প্রতিনিধি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান হন। এখন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল আলম চৌধুরী।

পরবর্তীতে এ সুযোগ হাতছাড়া করেনি শেখ হাসিনা সরকার। দলীয় নেতা তারিক আফজালকে বসান প্রধান নির্বাহীর (ভারপ্রাপ্ত) আসনে। এরপর ব্যবস্থাপনা পরিচালক। শুরু হয় ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন। এ অবস্থা চলমান জুলাই বিপ্লবের পরেও।

জানা গেছে, বর্তমানে এবি ব্যাংকের শীর্ষ গ্রাহকদের বেশির ভাগই নিয়মিত ঋণ পরিশোধ করছেন না। এর মধ্যে অন্যতম হলো সিকদার গ্রুপ, আশিয়ান সিটি, বিল্ডট্রেড, মাহিন গ্রুপ, আমান গ্রুপ, এরশাদ ব্রাদার্স ও স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর কয়েকটি প্রতিষ্ঠান। পাশাপাশি বেক্সিমকো গ্রুপের ঋণও ঠিকমতো আদায় করতে পারছে না ব্যাংকটি। এ ছাড়া মোরশেদ খানের মালিকানাধীন, বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের ঋণও খেলাপি হয়ে রয়েছে।

ফলে ব্যাংকটির ঋণ থেকে যে সুদ আয় হচ্ছে, তা দিয়ে আমানতকারীদের সুদ পরিশোধ করতে পারছে না। গত জানুয়ারি-জুন সময়ে সুদ খাতে ব্যাংকের লোকসান হয়েছে ৪৩ কোটি টাকা। এই সময়ে ঋণ থেকে সুদ আয় হয়েছে ১ হাজার ২৯২ কোটি টাকা, তবে আমানতকারীদের সুদ দিতে হয়েছে ১ হাজার ৩৩৫ কোটি টাকা। ব্যাংকটির শীর্ষ গ্রাহক তালিকায় ভালো প্রতিষ্ঠান নেই, তবে রয়েছেন প্রভাবশালীরা।

জানা গেছে, ২০১৯ সালে এবি ব্যাংকের এমডি হয়ে তারিক আফজাল রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। এ সময় তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য হন। ফলে এবি ব্যাংকের অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকও নিশ্চুপ থাকে। আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। এরপর গত মাসে ১৫ দিনের ছুটি নিয়ে আফজাল করিম কানাডায় চলে যান। আজ রোববার ওই ছুটি শেষ হওয়ার কথা ছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আজই তিনি ই–মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।এ সম্পর্কে তারিক আফজালকে বক্তব্য জানতে দৈনিক সত্যকথা প্রতিদিন তার হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি ফোন দেননি এবং ম্যাসেজের কোনো জবাবও দেননি।