• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

লুটপাটের সাজা না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকেও লুণ্ঠন চলছে-রিজভী


প্রকাশিত: ৪:২২ পিএম, ১৪ মার্চ ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

স্টাফ রিপোর্টার   :   বিভিন্ন ব্যাংকে লুটপাটের পরও সরকার কাউকে সাজা না দেয়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা ঘটেছে বলে মনে 1করে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেসিক ব্যাংক, হলমার্ক, বিসমিল্লা গ্রুপ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও পুঁজিবাজারের অর্থ লুণ্ঠনের বিরুদ্ধে সরকারের কোনো কঠোর অবস্থান না থাকায় কেন্দ্রীয় ব্যাংকও লুণ্ঠনের শিকার হয়েছে।’
সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘শুধুমাত্র অর্থমন্ত্রী এবং গভর্নরের পদত্যাগেই বাংলাদেশের পরিত্রাণ মিলবে না, এদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমেই দেশ, মানুষ ও গণতন্ত্রের মুক্তি নিশ্চিত হবে।’