লাল গালিচায়-সিলেটে ক্ষেপলেন স্বরাষ্ট্র উপদেষ্টা-সুনামগঞ্জে বললেন-মানুষ বলছে আরো ৫ বছর থাকেন
সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেটে লাল গালিচায় ক্ষেপলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কর্মকর্তাদের প্রটোকলের জন্যে একহাত নিলেন তিনি। একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সুনামগঞ্জে গিয়ে বললেন, সাধারণ মানুষ তাকে বলেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। এই সরকার আরও পাঁচ বছর দায়িত্বে থাকুক।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।দেশের আইনশৃঙ্খলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ বলছে, আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। রাস্তার পাশ থেকে মানুষ বলছে, স্যার আপনারা আরও পাঁচ বছর থাকেন।
পুলিশের কর্মতৎপরতার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে অনেকে বেড়েছে এবং আরও বাড়বে।এসময় তিনি আরও বলেন, কিছুদিন আগে আমাদের থানাগুলো থেকে অনেক হাতিয়ার হারিয়েছে। এগুলো উদ্ধারের জন্য কাজ চলছে। হারানো হাতিয়ার উদ্ধার হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে।
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ভারতের সঙ্গে আমাদের অপরাধীদের আনার যে চুক্তি আছে সেটার আলোকে ফেরত আনার চেষ্টা চলবে।
থানা পরিদর্শনের পর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ।
সিলেটে লাল গালিচায় ক্ষেপলেন-
সিলেট প্রতিনিধি : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শনে আসা উপলক্ষে লালগালিচা বসানো হয়। তৈরি করা করা হয় গার্ড-অব-অনার মঞ্চের। থানা চত্বরে ঢুকে গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে এমন আয়োজন দেখে তিনি ক্ষেপে যান।
সালামি (গার্ড-অব-অনার) গ্রহণ না করে এসএমপি কমিশনারের ওপর ক্ষোভ ঝেড়ে থানার ভেতরে চলে যান তিনি।এ সময় তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বলেন, আমিতো লাল কার্পেট বিছাতে না করেছিলাম। যা না করি সেটাই করো। কাজের কাজ কিছু করো না, শুধু প্রটোকল নিয়ে ব্যস্ত থাকলে কাজ করবে কখন?