• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

লাফাঙ্গা ইটিভি চীফরিপোর্টার পাকরাও


প্রকাশিত: ৩:২১ পিএম, ৪ ফেব্রুয়ারি ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

 

 

 

স্টাফ রিপোর্টার : নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চিফ রিপোর্টার এমএম সেকান্দারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই নারী।রোববার গভীর রাতে র‍্যাব-২ এর একটি দল বনশ্রীর বাসা থেকে তাকে গ্রেফতারের পর সোমবার সকালে তাকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়।

হাতিরঝিল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করীম বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় ভুক্তভোগী ওই নারী মামলা (৩নং) করেছেন। মামলায় সেকান্দার আলীই একমাত্র আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে ওসি জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপোর্টিং কোর্স করার সময় সেকান্দারের সঙ্গে তার পরিচয় হয়। সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন তিনি। তার মাধ্যমেই ইটিভিতে চাকরি পান ওই নারী। চাকরি পাওয়ার পর থেকেই সেকান্দার তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করেছেন।