• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

লাঠি দিয়ে পিটিয়ে যুবলীগ নেতা খুন হিলিতে


প্রকাশিত: ৮:১৪ পিএম, ৬ আগস্ট ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৯ বার

হিলি প্রতিনিধি  :  দিনাজপুরের হিলিতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইউনিয়ন যুবলীগ নেতা আবু 111হায়াত মোহাম্মদ বদিউজ্জামান সুজন (৩০) খুন হয়েছেন।পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে স্থলবন্দরের অদূরে বৈগ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আবু হায়াত মোহাম্মদ বদিউজ্জামান সুজন হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়ন যুবলীগ সভাপতি ও মৃত সেলিম মাস্টারের ছেলে বলে জানান ।হাকিমপুর থানার ওসি আবদুস সবুর সরকার।

তিনি জানান, সকালে প্রতিপক্ষ শফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম লাঠি দিয়ে সুজনের ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।সুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাতকুঁড়ি রেলগেট এলাকায় তার মৃত্যু হয়।

এদিকে এ খুনের প্রতিবাদে বিক্ষুদ্ধ গ্রামবাসী হত্যাকারী রবিউল ইসলামের বাড়িতে ব্যাপক ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।এ ঘটনার পর হত্যাকারীর বাড়ির সব লোকজন পালিয়ে গেছে। তাদের সন্ধান চলছে বলে জানান ওসি।