• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

লাউ আম-ওজন ৪ কেজি ১ আমেই মহল্লা আপ্যায়ন


প্রকাশিত: ৬:০১ এএম, ২৬ মে ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৭৬ বার

মাগুরা প্রতিনিধি   :  মাগুরার শালিখার শতখালী গ্রামের আতিয়ার রহমানের নার্সারির বিখ্যাত সেই Lau mango-www.jatirkhantha.com.bdআমগাছে এবছরও ঝুলছে লাউ আম ।গেলবার সবচেয়ে বড় আমটি লম্বায় ১৩ ইঞ্চি ও বেড় ১৮ ইঞ্চি। এর ওজন ৪ কেজি।

নতুন জাতের আম উদ্ভাবন করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। ঢাউস আকৃতির এই আম দেখতে ও চারা সংগ্রহের জন্য প্রতিদিন ভিড় করছেন লোকজন। মেয়ে ইয়াসমিনের নামে নতুন জাতের আমের নাম রেখেছেন ইয়াসমিন-১।