লম্পট ফেসবুক বন্ধুর জিঘাংসার বলি-কুসুম
খুন হওয়ার তিন মাস আগে ভারতের হরিয়ানার সুখবীর সিংয়ের সঙ্গে ফেসবুকের মাধ্যমে বন্ধু হয়েছিলেন বেঙ্গালুরুর প্রকৌশলী কুসুম সিংলা। সেই ফেসবুক বন্ধুর হাতেই শেষ পর্যন্ত খুন হতে হলো কুসুমকে।
তদন্তে নেমে কুসুমের ফোনের কল রেকর্ড এবং সোশ্যাল মিডিয়ার যাবতীয় তথ্য একত্র করেন তদন্তকারীরা। এতে জানা যায়, ৩১ বছর বয়সী কুসুমের সঙ্গে সুখবীরের বন্ধুত্ব হয়েছিল ফেসবুকে। পরে তারা ফোন নম্বর আদানপ্রদান করেন এবং নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন।
মঙ্গলবার সুখবীর দিল্লি থেকে বেঙ্গালুরুতে কুসুমের বাসায় যান। কুসুমও তাকে ভালোভাবে গ্রহণ করেন। এক পর্যায়ে কুসুমের কাছে ৫০ হাজার টাকা চান সুখবীর।
কিন্তু গত ডিসেম্বরেই ক্রেডিট কার্ড জালিয়াতিতে কুসুম পাঁচ লক্ষ টাকা খুইয়েছিলেন। তাই তিনি টাকা দিতে চাননি। এর পরে দিল্লি-বেঙ্গালুরু যাতায়াতের বিমানভাড়া চান সুখবীর। তাতেও কুসুম রাজি না-হওয়ায় তাকে খুন করেন সুখবীর।
এ ঘটনায় বৃহস্পতিবার গুড়গাঁও থেকে গ্রেফতার করা হয়েছে সুখবীর সিংহকে। পুলিশ জানায়, ল্যাপটপের চার্জারের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে কুসুমকে হত্যা করে মঙ্গলবার বিকেলের ফ্লাইটে দিল্লি ফিরে যান সুখবীর। কুসুমের ক্রেডিট কার্ড থেকে দুই দফায় ৪০ হাজার টাকা তুলেছেন সুখবীর।
সূত্র: এনডিটিভি