• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

লম্পট দারোগার বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন


প্রকাশিত: ১০:৪৫ পিএম, ৮ জুন ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭১ বার

Ashulia-Map

স্টাফ রিপোর্টার: ৮ জুন ২০১৪:
আশুলিয়া থানার এক এএসআইয়ের বিরুদ্ধে তার স্ত্রী বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। আজ সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়ন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মলনে এএসআই শাহিনের স্ত্রী পুতুল ফারজানা ডলি জানান, ১৯৯৭ সালের ৭ আগষ্ট তাদের বিয়ে হয়।  তাদের সংসারে একটি সন্তান (৪) হয়। কিন্তু ওই সময়ে পুলিশের কনস্টেবল ছিলেন। পরে এএসআই পদে পরীক্ষা দেবার নামে ডলির বাবা মায়ের কাছে ৫লাখ দাবি করলে কষ্ট করে হলেও তা পরিশোধ করা হয়। কিন্তু সংসারে শান্তি মেলেনি। অন্য আরেকটি মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন শাহিন। এতে বাধ সাধলে স্ত্রী ডলিকে এক পর্যায়ে তালাক দেন শাহিন। এ নিয়ে অনেক দেন দরকার হলেও ঘটনার মিমাংসা হয়নি। ডলি শিশু সন্তানকে নিয়ে চরম অসহায় হয়ে পড়েন। আদালতে বিচার চেয়ে মামলাও করেন তিনি। এদিকে সুচতুর পুলিশ কর্মকর্তা মামলা তুলে নিতে আবারও সংসার করার আশ্বাস দেন। এছাড়া আরও একটি বিয়েও করেছেন শাহিন। বর্তমানে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ডলি। এই দারোগার উপযুক্ত শাস্তির দাবি করে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ করেছেন।