লক্ষ্মীপুরে চার ধর্ষকের মৃত্যুদন্ড
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে চারজনের মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কমলনগর উপজেলার চর বসু গ্রামের মনা ব্যাপারীর ছেলে সানাউল্যা (৩৫), নোয়াখালীর সুধারাম থানার আন্ডারচর গ্রামের আবুদল গণির ছেলে মো. রহিম (২৫), কমলনগর উপজেলার চর শামসউদ্দিন গ্রামের রফিকুল ইসলাম ব্যাপারীর ছেলে মো. হারুন (৩০) ও একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে আবুল কাশেম প্রকাশ (৩০)।
অপর আসামি চর কাদিরা ইউনিয়নের মৃত তাজুল হকের ছেলে আনোয়ার উল্যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।আদালত সূত্র জানা গেছে, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের ওই গৃহবধূকে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত এই রায় দেন।