• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

লক্ষ্মীপুরে গুনে গুনে টাকা বিলি


প্রকাশিত: ১১:০৯ পিএম, ৫ জানুয়ারী ২৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার


টাকা বিলি-নৌকার আনোয়ারকে শোকজ

 

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ড. আনোয়ার খান ভোটারদের মাঝে প্রকাশ্যে টাকা বিলি করছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তাকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নে গণসংযোগকালে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ মিজি ও স্থানীয় যুবলীগ নেতা শেখ কাওসারসহ উপস্থিত অন্যদেরকে পকেট থেকে টাকা বের করে গুনে বিলি করছেন আনোয়ার খান।

ভিডিওতে দেখা যায়, আনোয়ার খান পকেট থেকে কতগুলো পাঁচশত টাকার নোট বের করে সেগুলো গুনে গুনে ভোটারদের হাতে গুজে দিচ্ছেন। ‘শেখ কাওসার’ নামে একটি ফেসবুক আইডি থেকে এ ভিডিওটি পোস্ট করা হয়। ২০ মিনিট পর ভিডিওটি ডিলিট করে দেওয়া হলেও এরমধ্যেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এবিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী। এব্যাপারে বক্তব্য জানার জন্য আনোয়ার খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে এই ঘটনার ব্যাখ্যা দিতে আওয়ামী লীগ প্রার্থী ড. আনোয়ার খানকে তলব করেছে জেলা নির্বাচনি অনুসন্ধান কমিটি। তাকে ৬ জানুয়ারি সকাল ১০টার মধ্যে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।
শুক্রবার নোয়াখালীর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান পলাশ বর্দ্ধনের স্বাক্ষরে তাকে এই শোকজ করা হয়।