• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

লক্ষ্মীপুরে আ’লীগ কর্মী মানিক ও কামরুলকে নির্মমভাবে হত্যা


প্রকাশিত: ৯:৩৯ এএম, ২৯ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

লক্ষীপুর জেলা প্রতিনিধি  :   লক্ষ্মীপুর পৌর শহরের রাজিবপুরে মানিক ও কামরুল নামে দুই 1আওয়ামী লীগ কর্মীকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

উভয় পরিবারের লোকজন জানান, রাতে কে বা কারা তাদেরকে বাসা থেকে ডেকে নিয়ে আসে। পরে তারা আর বাসায় ফিরেনি।তারা দুইজনই আওয়ামী লীগের কর্মী বলে জানান স্থানীয়রা।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জাতিরকন্ঠকে বলেন, তাদের বিরুদ্ধে চুরি-ডাকাতি, মাদক চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। আর মানিক কিছু দিন আগে জেল থেকে বের হয়ে এসেছে।