লংগদুতে একে-৪৭ চায়না রাইফেল-গুলি মিলেছে যৌথবাহিনীর অভিযানে
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নে গলাছড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুটি একে-৪৭ রাইফেল, দুটি চায়না রাইফেল, ১৩৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালাচ্ছে।
লংগদু থানার ওসি মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদে যৌথবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে লংগদু উপজেলার সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে সেখান থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি চায়না রাইফেল, ১৩৫ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগজিন, পাঁচ সেট সেনাবাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।