• মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪

র‌্যাব পরিচয় দিয়ে এক বছর আগে তুলে নেওয়া হয়েছিল তাদের-স্বজনদের ফিরে পাওয়ার আকুতি


প্রকাশিত: ১২:২৭ এএম, ৫ ডিসেম্বর ১৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

বিশেষ প্রতিবেদক.ঢাকা:

র‌্যাব পরিচয় দিয়ে এক বছর আগে তুলে নেওয়া হয়েছিল তাদের, তারপর থেকে kidnap----তাদের আর কোনো খোঁজ নেই। ধরে নেওয়ার কথা স্বীকার করেনি র‌্যাব, পুলিশও দিতে পারেনি কোনো সন্ধান।স্বজনদের ফিরে পাওয়ার আকুতিতে এই আটজনের পরিবার বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জাতীয় প্রেসক্লাবে।কান্নাভেজা ওই সংবাদ সম্মেলনে চার বছরের অরষার মুখে ‘বাবাকে ফেরত চাই’ কথায়ই কার্যত বলা হয়ে যায় সবার কথা।