• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

র‌্যাব বিলুপ্তি চাই: ফরহাদ মজহার


প্রকাশিত: ১১:০৮ পিএম, ৮ ডিসেম্বর ২৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৩ বার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের বিলুপ্তি চাইলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘র‌্যাব গঠনের পরপরই আমি বলেছিলাম এই র‌্যাবের কারণে বিএনপির পতন ঘটবে। কারণ সেনাবাহিনীর একজন সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে র‌্যাবে এনে এমন কিছু কাজ করাচ্ছেন যা তারা কখনও করে না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করব আপনি র‌্যাবকে দ্রুত বিলুপ্ত ঘোষণা করবেন।’

রবিবার বিকালে ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির একটি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।বিজিবির পক্ষ থেকে জুলাই আন্দোলনে আহত সাতজনকে পুনর্বাসনে সহায়তা কার্যক্রম বিষয়ে এই অনুষ্ঠান হয়।ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ফরহাদ মজহার বলেন, দেশের সব নাগরিককে সামরিক ট্রেনিং নিতে হবে।

দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাকে দিল্লিতে জায়গা দিয়েছে। কোনো ধরনের প্রোপাগান্ডায় কান না দেয়ার আহ্বান। জনতা-আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ ৫ আগস্টে শেষ হয়েছে। তাই এখন সৈনিকও জনতা জনতাও সৈনিক। তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।