• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কফি আনান কমিশনের বৈঠক


প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩১ জানুয়ারী ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

kk
কূনৈতিক রিপোর্টার  :  পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত কফি আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সুশীল সমাজের সঙ্গে মত বিনিময়ের অনুষ্ঠানে অংশ নিয়েছন প্রতিনিধি দলের সদস্যরা।

বাংলাদেশ ইনস্টিটিউট অপ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজ (বিস) কার্যালয়ে বেলা ১১টায় ওই মতবিনিময় শুরু হয়েছে। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, তাসনিম সিদ্দিকী, সিআর আব্রার, মেঘনা গুহ ঠাকুরতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহ, প্রাক্তন রাষ্ট্রদূত অলোক কুমার চাকমা, আশফাকুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে গত ২৮ জানুয়ারি বাংলাদেশে আসেন কফি আনান কমিশনের তিন সদস্য। তারা হলেন- মিয়ানমার নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসান সালামে। এরপর গত ২৯ ও ৩০ জানুয়ারি তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ করে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বর্ণনা শোনেন।

ওই সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও), জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউএনএইচসিআর) ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।