• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা দুরবস্থা দেখে আপ্লুত কূটনীতিকরা


প্রকাশিত: ৬:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

কুতুপালং থেকে বিশেষ প্রতিনিধি :  বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুরবস্থা দেখে আপ্লুত বিশ্বের ৪০টি দেশের কূটনীতিকরা
40 diplomat-www.jatirkhantha.com.bd। তাঁদের অনেকেই রোহিঙ্গাদের মুখে মিয়ানমার বাহিনীর জঘন্য বর্বরতা ও নির্যাতনের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলীর নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদুতদের প্রতিনিধিদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পে পৌঁছান। এর আগে সকাল ১১টার দিকে প্রতিনিধি দলকে বহনকারী বিশেষ বিমানটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রতিনিধিদলকে স্বাগত জানান।

সংসদ সদস্য কমল জানান, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলে ই ইউ, জাতিসংঘসহ বিশ্বের প্রায় ৪০টি দেশের রাষ্ট্রদূত, উপ-রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা রয়েছেন। বিমানবন্দর থেকে প্রতিনিধি দলকে উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিক, নারী ও শিশুদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে বিকাল পৌনে ৫টায় তাদের ওই প্লেনে করেই ঢাকায় ফিরে নেয়া হয়।