রোহিঙ্গাদের নগদ টাকা দিলো ইসলামী সমাজ
স্টাফ রিপোর্টার : এবার রোহিঙ্গাদের নগদ টাকা সহায়তা দিলো ইসলামী সমাজ। গত ২১ সেপ্টেম্বর বান্দরবনের নাইক্ষংছড়ির সাপমারা জিরি রোহিঙ্গা শরনার্থী শিবিরে ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের নেতৃত্বে ৫ সদস্যের টিম প্রতি পরিবারে নগদ ৩০০ টাকা হিসাবে ৫৩০ টি পরিবারে অর্থ সহায়তা প্রদান করেন।
এ উপলক্ষ্যে এক বিবৃতিতে “ইসলামী সমাজ” এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মিয়ানমারের রাখাইন’ই (আরাকান’ই) রোহিঙ্গা মুসলমানদের মাতৃভূমি এবং বসবাসের যথাযথ স্থান। তাই তিনি মিয়ানমারে পৈশাচিক গণহত্যা বন্ধ, রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও বিতাড়ন বন্ধ এবং সসম্মানে বিতাড়িত সকল শরনার্থী রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে সকল নাগরীক অধিকারসহ শান্তিপূর্ণ বসবাসের সুব্যবস্থা করার লক্ষ্যে বিশ্বের সকল রাষ্ট্রের নেতা ও অধিবাসীদের ঐক্যবদ্ধ বলিষ্ঠ কার্যকরী পদক্ষেপ গ্রহনের আহবান জানান।
প্রতিনিধি টিমে আরও ছিলেন, মুহাম্মাদ আলী আরজু, মুহাম্মাদ ইসমাঈল দারিয়া, সৈয়দ আহম্মাদ কবীর ও জামাল উদ্দিন প্রমূখ।