• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

রোববার পর্যন্ত হজ ভিসা হবে!


প্রকাশিত: ৩:২৯ পিএম, ১৮ আগস্ট ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫২ বার

স্টাফ রিপোর্টার :  ভিসা জটিলতায় এখনো প্রায় চার হাজার হজযাত্রী ভিসা না পাওয়ায় রোববার পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। hhরোববার পর্যন্ত মুসল্লিরা সৌদি আরবের ভিসা আবেদন করতে পারবেন।হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের এখনো ভিসা হয়নি তাদের শনিবারের মধ্যে ভিসা আবেদন করতে হবে।

তবে যদি কোনো কারণে কারো আবেদন বাকি থাকে তাহলে রোববারও আবেদন গ্রহণ করা হবে। ওইদিনই শেষ।জানা যায়, এখনো প্রায় চার হাজারের মতো যাত্রীর ভিসা হয়নি। তাদের যাত্রা অনিশ্চিত! এদিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়া ও ভিসা জটিলতায় শুক্রবারও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। ক্রমেই বাতিলের তালিকা আরো দীর্ঘ হচ্ছে।