• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

রেকর্ডের খাতায় তামিম-৯ হাজার রান ক্লাবে


প্রকাশিত: ৪:২০ পিএম, ২৫ সেপ্টেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৫২ বার

স্পোর্টস রিপোর্টার  :  প্রথম বাংলাদেশী হিসেবে ফের আরেকটি রেকর্ডের খাতায় তামিম নাম লেখালেন।এবার  তামিম 2গেলেন ৯ হাজার রান ক্লাবে। মাত্র ১৫ রান দূরত্বে ছিলেন তামিম ইকবাল। সেটা দ্রুতই ঝুলিতে পুরে আরও একটা প্রথম হওয়ার কৃতীত্ব গড়লেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান হয়ে গেল তাঁর। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর এই রান।

1আন্তর্জাতিক ক্রিকেটে এমন কীর্তি গড়েছেন অনেকে। তবে এত দিন ধরে খেলা আসা ক্রিকেটে এত হাজার হাজার ব্যাটসম্যান খেলেছেন, সেই তুলনায় সংখ্যাটা তামিমের জন্য গর্ব করার মতোই। তামিম যে ৮৯তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজারের মাইলফলক পেরোলেন। মোট রানে তাঁর ঠিক ওপরেই আছেন কপিল দেব। তাঁর রান ৯ হাজার ৩১।

বলা বাহুল্য, তালিকার শীর্ষে আছেন শচীন টেন্ডুল3কার (৩৪৩৫৭ রান)। ২৮ হাজার ১৬ রান নিয়ে এর পরে আছেন কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান আছে আর তিনজনের। রিকি পন্টিং (২৭৪৮৩), মাহেলা জয়াবর্ধনে (২৫৯৫৭) ও জ্যাক ক্যালিস (২৫৫৩৪)।

4বাংলাদেশের পক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি দুটি রেকর্ডই তামিমের। তামিমের পর আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার ৩২৪ রান সাকিব আল হাসানের। মুশফিকের রান ৭২৭৩। এরপর আছেন মোহাম্মদ আশরাফুল (৬৬৫৫) ও হাবিবুল বাশার (৫১৯৪)। আর কারও পাঁচ হাজার রান নেই।