• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

রুবেলকে নিয়ে ফেসবুকে দুই সুন্দরীর-অঘষিত অরাল সেক্স সংলাপ


প্রকাশিত: ২:০৪ এএম, ৯ জুলাই ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৩৫ বার

happy-rubel-mousomiঅনলাইন ডেস্ক রিপোর্টার.ঢাকা:  রুবেলের ছবি দেখেই তো তোর মাথায় উঠে যায়, ইনবক্স এ না জানি কী করে ফেলিস! ও ফোনও তো আছে তোর মত..তো ফোনেই করে ফেলতে…..কথাগুলো নায়িকা হ্যাপির।

রুবেলের ছবি দেখেই তো তোর মাথায় উঠে যায়, ইনবক্স এ না জানি কী করে ফেলিস! ও ফোনও তো আছে তোর মত..তো ফোনেই করে ফেলতে প্রেম ও ভাঙনের পরে জাতীয় দলের ক্রিকেটার রুবেলের নামে মামলা করেছিলেন অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। কিছুদিন আগে অভিনেত্রী মৌসুমী হামিদকে উদ্দেশ করে বাজে মন্তব্য করেছিলেন। এবার তার তোপের মুখে মডেল ও উপস্থাপক আমব্রিন সারজিন। জাতীয় দলের পেসার রুবেল হোসেনের ছবিতে করা একটি কমেন্টকে (মন্তব্য) কেন্দ্র করে নাজনীন আক্তার হ্যাপি আমব্রিনকে অশ্লীল ভাষায় গালাগাল করেন।

happy------মঙ্গলবার রাতে রুবেলের ছবির নিচে আমব্রিনের একটি মন্তব্যের জবাবে হ্যাপি যে স্ট্যাটাস পোস্ট করেছেন তার বেশকিছু শব্দ বাদ দিলে তার স্ট্যাটাসটি অনেকটা এমন, ‘আমি ফেসবুকে বোধহয় এই প্রথম বাজেভাবে কিছু বলছি। আমার এই লেখা কারও কাছে আপত্তিকর মনে হলে আন্তরিকভাবে দুঃখিত। মিডিয়ার দুই/ একজন জন্য বাইরের অনেকেই মিডিয়ার মানুষদের ওপর বিরূপ ধারণা পোষণ করে এতে করে অনেকেই অনেক সময় অনাকাক্সিক্ষত প্রশ্নের সম্মুখীন হয়, আমি নিজেও হয়েছি। আমি যার কথা বলছি তার মত বাংলাদেশে কয়টা আছে কে জানে! রুবেলকে নিয়ে তোরৃ তো পা থেকে মাথা পর্যন্ত! করতে করতে তো দেখি রুবেলকেও বাদ দিবি না। রুবেলের আইডিতে কোনো ছবি দেখলে সেখানে হট না লিখে কমেন্ট না করলে তো তোর চলেই না। রুবেলকে দেখে তোর কোন পর্যন্ত রে..? আবার তোর হিরো ও বলিস? স্বভাব কী তোর জন্মগত? রুবেল আবার তার হিরো! লল। নিজের খোমাটা আয়নায় দেখিছিস্ত তোর বয়স কত তার হিসাব আছে? মেকাপ দিয়ে ওইটুকু। রুবেলের ছবি দেখেই তো তোর মাথায় উঠে যায়, ইনবক্স এ না জানি কী করে ফেলিস! ও ফোনও তো আছে তোর মত..তো ফোনেই করে ফেলতে পারিস। আর দেখা হলে কী করতে পারিস সেটা না বললেও চলে। জীবনে দেখিনি তুই আমাকে দেখিয়ে দিলি। তোর মত আর দেখব কী না কে জানে! তোর নামটা প্রকাশ করার খুব ইচ্ছা ছিল কিন্তু নাম প্রকাশ করে তোকে তারকা বানালাম না। আবার রুবেলের ছবিতে কমেন্ট করিস পাশে আছি, -বাচ্চা কোথাকার। কোনদিন সামনে পাইলে তোর এত অষুধ জায়গামত দিয়ে দিতাম। আর আমার এই পোস্ট দেখে কেউ মাথা ঠান্ডা করার কথা বা জ্ঞান দিতে আসবেন না। মুখটা খারাপ করতে বাধ্য হলাম। happy-rubel-www.jatirkhantha.com.bd......আবার সবাই এমন ভাব করতে আসবেন না যে গালাগালি দিয়ে কী না কী করে ফেললাম। খারাপ কথা সবাই বলতে পারে আমি আজকে এগুলো না বলে পারলাম না।’

রুবেলের ছবিতে কমেন্ট এবং হ্যাপির প্রতিক্রিয়া স্বরূপ আক্রমাত্বক অশ্লীল স্ট্যাটাস প্রসঙ্গে আমব্রিনের বক্তব্য, ‘ছোট বেলায় দেখতাম মাঠে মেয়েরা খেলা দেখতে যেতো। তাদের পছন্দের খেলোয়াড়দের উদ্দেশে লিখতো ম্যারি মি। আজকে আমাদের দেশের খেলোয়াড়রা সেই জায়গা দখল করেছে, বিদেশে খেলতে গেলে ওই দেশের মেয়েরা তাদের বলে ম্যারি মি। প্রিয় খেলোয়াড়কে নিয়ে এভাবে ফান করার মাঝে আমি খারাপ কিছু দেখি না। ভক্তরা ভালবেসে, পছন্দ করে অনেক কিছুই লিখতে পারে। আর সেই ভালো লাগা থেকেই আমি আমার পছন্দের খেলোয়াড় রুবেল এর ছবিতে কমেন্ট করেছিলাম ‘হট’ লিখে। কিন্তু মঙ্গলবার অবাক হলাম যখন দেখলাম ওই কমেন্ট নিয়ে একজন সোশ্যাল সাইটে আমাকে নিয়ে আপত্তিকর অশ্লীল ভাষায় যাচ্ছে তাই লিখে যাচ্ছে, হুমকি দিচ্ছে। আমার প্রশ্ন রুবেল একজন পাবলিক ফিগার, ভক্তদের অধিকার আছে তার সম্পর্কে ভালো খারাপ লাগা প্রকাশ করবার। যেই মেয়ে এই কাজটি করছে সে কে? তার কি অধিকার আছে আরেকটা মেয়েকে এই গালিগালাজ করার।’