• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

রুপের আড়ালে ভয়ংকর খুনী মডেল মারিয়া খুন করলো ধনী প্রেমিককে


প্রকাশিত: ২:১৫ এএম, ২ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৪ বার

দ্য টেলিগ্রাফ অবলম্বনে প্রিয়া রহমান   :   রুপের আড়ালে ভয়ংকর খুনী মডেল মারিয়া খুন করলো ধনী 1kkপ্রেমিককে। কোটিপতি ব্রিটিশ প্রেমিক অ্যান্ডু বুশকে হত্যা করার দায়ে ১৫ বছরের কারাদণ্ড হয়েছে স্লোভাকিয়ার সুন্দরী মডেল মারিয়া কুকুকোভার (২৬)। গতকাল স্পেনে সেভিলার একটি আদালতের বিচারক আর্নেস্তো মানজানো এই রায় দেন।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, সাবেক প্রেমিক বুশের বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করায় আরও ছয় মাসের সাজা দিয়েছেন আদালত। ক্ষতিপূরণ হিসেবে বুশের মেয়ে এলি মাসন-বুশকে ১ লাখ ৬০ হাজার ইউরো ও তাঁর বোন র‍্যাচেলকে ৪০ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৪ সালের ৫ এপ্রিল বুশকে তিনটি গুলি করে মারেন কুকুকোভা। বুশ এ সময় নতুন প্রেমিকা রাশিয়ার মারিয়া করোতায়েভার সঙ্গে বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। প্রথম গুলিটি বুশের বাহুতে লাগে। দ্বিতীয় গুলিটি বুশের মাথার বাঁ পাশে লাগে। তৃতীয় গুলিতে বুশের মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে যায়।

আর এ ঘটনার চার দিন পর মারিয়া স্পেন থেকে পালিয়ে স্লোভাকিয়ায় চলে যান। এক মাস পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।আদালতে রায় ঘোষণার সময় এই সুন্দরী কান্নায় ভেঙে পড়েন।