• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

রিজার্ভ থেকে চুরি হোক এটা আমি কখনো চাইনি-আতিউর


প্রকাশিত: ২:৪৬ পিএম, ১৫ মার্চ ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

বিশেষ প্রতিবেদক  :  আজ মঙ্গলবার সকালে নিজ বাসায় আতিউর রহমান জাতিরকন্ঠকে বলেন, তিনি পদত্যাগপত্র লিখে প্রধানমন্ত্রীর অপেক্ষায় বসে 1আছেন। তিনি বলেন, ‘আমি অপেক্ষা করছি—প্রধানমন্ত্রী কী বলেন। পরে আতিউর রহমান বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য কাছে তাঁর কার্যালয়ে যান। তিনি তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়,  বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় আজ মঙ্গলবার গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন, আতিউর রহমান। এ ব্যাপারে তিনি বিকেল তিনটায় তাঁর বাসায় সংবাদ সম্মেলন করবেন।আমি পদত্যাগ করলে যদি বাংলাদেশ ব্যাংকের ভালো হয়, তাহলে পদত্যাগ করতে আমার দ্বিধা নাই। পদত্যাগপত্র লিখে বসে আছি।’বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সমালোচিত আতিউর রহমান বলেন, গতকাল সোমবার বিকেলে তিনি ভারত থেকে দেশে ফিরেছেন।

রাতে অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর বাসায় গিয়ে দেখা করেছেন। অর্থমন্ত্রী তাঁকে বলেছেন, তিনি চলে গেলে বাংলাদেশ ব্যাংক ভালো চলবে। তিনি বলেন, ‘আমি আমার বিবেক দ্বারা চালিত হই। মনে করি, প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। তিনি না বললে আমার পদত্যাগ করা উচিত হবে না। সাত বছর দায়িত্ব পালন করেছি, বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো মনে করেছি। রিজার্ভ থেকে চুরি হোক, এটা আমি কখনো চাইনি।’