রিজার্ভ চোরদের মুখোশ উম্মোচন-২৪ সেপ্টেম্বরের আগেই
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আগামী ২৪ সেপ্টেম্বের আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি একথা জানান।অর্থমন্ত্রী বলেন, ‘২৪ সেপ্টেম্বর আমি ওয়াশিংটন সফরে যাব। তার আগেই রিজার্ভ চুরির প্রতিবেদনটি প্রকাশ করা হবে।’এ সময় তিনি বাংলাদেশ উইমেন্স চেম্বর অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।