রিজার্ভ চোরদের মুখোশ উম্মোচন-অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন
বিশেষ প্রতিবেদক : রিজার্ভ চোরদের মুখোশ উম্মোচন করে অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিলেন কমিটি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদনটি জমা দেয়া হয়।
এর আগে সন্ধ্যা ছয়টার দিকে সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে ফরাসউদ্দিনসহ কমিটির অন্য সদস্যরা প্রবেশ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা অর্থমন্ত্রীর রুমে ছিলেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের গচ্ছিত ১০ কোটি ১০ লাখ ডলার গত ফেব্রুয়ারিতে ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়। শ্রীলঙ্কায় যাওয়া ২ লাখ ডলার আটকানো হয়। তবে ফিলিপাইনে যাওয়া কিছু অর্থ উদ্ধার হলেও বাকিটা এখনও অনিশ্চিত।