‘রায়ে ইতিহাস বিকৃতি ঘটেছে এর বিচার করবেন রাষ্ট্রপতি’
স্টাফ রিপোর্টার : ষোড়শ সংশোধনীর রায়ে ইতিহাস বিকৃতি ঘটেছে। এর বিচারের ভার রাষ্ট্রপতির ওপর। তিনিই এর সুষ্ঠু বিচার করবেন। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ এ এসব কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, অবসরের কারণে শূন্য হওয়া বিচারকের পদ পূরণ ও নতুন বিচারক তৈরিতে সরকারের পদক্ষেপ সব সময়ই চলমান। বিচারকের যেন কখনোই শূন্যতা না দেখা দেয়, সেজন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আইনমন্ত্রী বলেন, বিশাল মামলার জট দূর করে বিচারিক কার্যক্রম দ্রুত করতে সরকার সব ধরনের উদ্যোগই নিচ্ছে। এর একটি হচ্ছে, নতুন বিচারক নিয়োগ ও তৈরি। বিচারক তৈরির প্রক্রিয়া কিন্তু কঠিন ও সময়াসাপেক্ষ। সরকার নানাভাবে বিচারক শূন্যতা দূর করছে।
তিনি বলেন, দেশের সব আদালতকে ডিজিটালাইজড করার কাজ চলছে। আগামী বছরের মধ্যে দৃশ্যমান হয়ে এর সুফল দেখা যাবে।
আনিসুল হক বলেন, ৫৭ ধারায় মামলার ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে। এখন সহজেই কেউ মামলা করতে পারবে না। আগে পুলিশ হেডকোয়ার্টারের অনুমতি নিতে হবে। পরবর্তীতে নতুন আইন প্রণয়নে আমরা সতর্ক থাকবো। সাংবাদিকদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন আইন করা হবে না।