• মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪

রাহুলকে পটাতে এবার অর্ধনগ্ন হলেন মডেল!


প্রকাশিত: ১:০৪ এএম, ২৫ আগস্ট ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৪২ বার

ডেস্ক রিপোর্টার  :  রাহুলকে পটাতে এবার অর্ধনগ্ন হলেন মডেল! রাহুল গান্ধীর ছবি নিয়ে অর্ধনগ্ন ফটোশুট দিয়ে নানা 1বিতর্কের জন্ম দিয়েছেন ওই মডেল।

কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির ছবি সম্বলিত পোশাক পরে আলোচিত এবং বিতর্কিত হয়েছিলেন রাখি সাওয়ান্ত। রাখির জন্য এসব অবশ্য নতুন নয়। আলোচনায় থাকার জন্য মাঝে মধ্যেই তিনি নানা কান্ড করে থাকেন। যদি কেউ মনে করেন যে এমন কান্ড শুধু রাখির পক্ষে করাই সম্ভব তবে ভুল করছেন!
2
রাখি ছাড়াও আরও একজন আছেন যার আলোচনায় আসাটা জরুরী। তিনি তানিশা সিং। সম্প্রতি ভারতীয় রাজনীতির মোস্ট এলিজেবল ব্যাচেলর রাহুল গান্ধীর জন্য অর্ধনগ্ন ফোটোশুট করে শিরোনামে এসেছেন মডেল তানিশা। কংগ্রেসের পতাকা জড়িয়েছেন শরীরে। ছবি তুলেছেন রাহুল গান্ধীর পোস্টারের সঙ্গে।