রাষ্ট্র বিরোধী প্রচারণায় ওয়ান্টেড লন্ডন প্রবাসি তারেক জিয়া
কোর্ট রিপোর্টার: রাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা ও অপপ্রচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফুর রহমান শিশির এ আদেশ দেন।
গত বছরের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটি দায়ের করেছিলেন। মামলার নথিতে বলা হয়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।
গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা ঘটনার সত্যতা পেয়ে গত ২০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন।