• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

‘রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে’ দেশের সব পাড়ায়-মহল্লায় ‘প্রতিরোধ সংগ্রাম কমিটি’ গঠন করুন-খালেদা


প্রকাশিত: ৮:২১ পিএম, ২ মার্চ ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৭ বার

khalada-1www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার.ঢাকা:

‘রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে’ দেশের সব পাড়ায়-মহল্লায় জোটের নেতৃত্বে ‘প্রতিরোধ সংগ্রাম কমিটি’ গঠন করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কথা জানান। তিনি ২০-দলীয় জোটের নেতৃত্বে এই কমিটি করার আহ্বান জানান।

সালাহ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, ‘একদলীয় সংসদ, একদলীয় জনপ্রশাসন ও একদলীয় বিচারব্যবস্থা কায়েমের নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যেই আওয়ামী লীগ প্রহসনমূলক একদলীয় নির্বাচনের আয়োজন করেছিল।

দৃশ্যত রাষ্ট্রের সব অঙ্গই এখন একীভূতভাবে শাসন বিভাগের অধীনস্থ হয়ে পড়েছে। কার্যত শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের আলাদা অস্তিত্ব ও ভারসাম্যতা এখন বিরাজমান নেই। ফলে অনিবার্যভাবেই রাষ্ট্রীয় নৈরাজ্যের কবলে নিপতিত হয়েছে দেশ ও জাতি। প্রজাতন্ত্রের জনগণতান্ত্রিক বৈশিষ্ট্য ÿক্ষুণ্ন হলেই রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে।

অতএব, দেশের সব স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়েই দেশ ও জাতিকে এই বিপন্ন অবস্থা থেকে মুক্ত করতে হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলন কারও ক্ষমতারোহণের আন্দোলন নয়। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা নিয়েই জাতির গণতান্ত্রিক বৈশিষ্ট্যতা অবশ্যই ফিরিয়ে আনতে হবে।’