• শনিবার , ১৯ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপ্রতি প্রধানমন্ত্রী স্পিকার মন্ত্রী বিচারপতি সংসদ সদস্যদের বেতন বাড়ছে


প্রকাশিত: ৩:১০ পিএম, ১৯ অক্টোবর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

cabinet-meeting-www.jatirkhantha.com.bdএস রহমান:   রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন বাড়ছে। রাষ্ট্রপতির মূল বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ২০ হাজার টাকা, প্রধানমন্ত্রীর মূল বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বেড় ১ লাখ ১৫ হাজার টাকা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মতি বৈঠকে এ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

তিনি জানান, নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বেতন বাড়ানো হচ্ছে। বেতনের সঙ্গে তাদের ভাতাও বাড়বে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতির মূল বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ২০ হাজার টাকা, প্রধানমন্ত্রীর মূল বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বেড় ১ লাখ ১৫ হাজার টাকা, স্পিকারের মূল বেতন ৫৭ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১২ হাজার টাকা ও প্রধান বিচারপতির মূল বেতন ৫৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ১০ হাজার টাকা হচ্ছে।

তিনি জানান, এছাড়া মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, চিফ হুইপ, আপিল বিভাগের বিচারপতিদের মূল বেতন ৫৩ হাজার ১০০ থেকে বেড়ে ১ লাখ ৫ হাজার টাকা, হাইকোর্টের বিচারপতির মূল বেতন ৪৯ হাজার থেকে বেড়ে ৯৫ হাজার টাকা, প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় উপনেতা, হুইপদের মূল বেতন ৪৭ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ৯২ হাজার টাকা, উপমন্ত্রীদের মূল বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বেড়ে ৮৬ হাজার ৫০০ টাকা এবং সংসদ সদস্যদের মূল বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৫৫ হাজার টাকা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতির সুপারিশ নিয়ে এখন এসব খসড়া পাসের জন্য সংসদে তোলা হবে। নতুন হারে বেতন কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। আর ভাতা ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হবে।এর আগে ২০০৯ সালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন বাড়ানো হয়েছিল।