• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

রাষ্ট্রপতিকে সার্বিক বিষয় জানালেন হাসিনা


প্রকাশিত: ১২:০৭ এএম, ১৭ আগস্ট ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

এস রহমান :  রাষ্ট্রপতিকে সার্বিক বিষয় জানালেন হাসিনা। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের hasina-www.jatirkhantha.com.bdসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাতে বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি এবং বঙ্গবন্ধু ভবনে জঙ্গি হামলার চক্রান্ত নিয়ে কথা হয়েছে।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়েও আলোচনা হয়েছে, আমরা কথা বলেছি। কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছুতে পারিনি। আরও আলোচনা হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই সেখানে পৌঁছান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম। তারপর সেখানে যান আইনমন্ত্রী আনিসুল হক। তবে বঙ্গভবন থেকে জানানো হয়, দেশের বন্যা পরিস্থিত নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতিকে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী।

বন্যাদুর্গতদের মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানো নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সংশ্লিষ্টরা বলছেন, মূলত ষোড়শ সংশোধনীর রায় নিয়ে  আলোচনা করতেই তারা বঙ্গভবনে যান। রাত পৌনে ১০টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে অন্যরাও বেরিয়ে যান।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তার বাসভবনে নৈশভোজের একদিন পর সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ওইদিন বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাষ্ট্রপতিকে দলের অবস্থান জানাতে এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষোড়শ সংশোধনী বিষয়ে দলের অবস্থান এর আগেই জানানো হয়েছে। সেই অবস্থান থেকে তা এবার রাষ্ট্রপতিকে জানানো হলো।

এরপর তিনি (রাষ্ট্রপতি) কি করবেন সেটা তার এখতিয়ার বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী বলেন, এটা তার এখতিয়ার। তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটা পরে জানা যাবে। সোমবার ওবায়দুল কাদের যখন বঙ্গভবনে যান, তখন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন রাষ্ট্রপতি। এ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

তবে তার (প্রধান বিচারপতি) সঙ্গে দেখা হয়নি বলে সাংবাদিকদের কাছে দাবি করেন ওবায়দুল কাদের। গত ১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের রায় পূর্ণাঙ্গ প্রকাশের পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক মন্ত্রীসহ অনেক নেতার সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি।

এরই মধ্যে শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তার বাসভবনে দেখা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার সঙ্গে নৈশভোজেও অংশ নেন ওবায়দুল কাদের। এর আগে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের একদিন পর গত সোমবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ওবায়দুল কাদের।

রায় নিয়ে আওয়ামী লীগের ‘প্রকৃত’ অবস্থান জানাতে তিনি সেদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি। শনিবার রাতে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে যান ওবায়দুল কাদের। উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, তা অবৈধ ঘোষণা করে দেওয়া রায় গত ১ অগাস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। তাতে ‘বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ ও অবমূল্যায়ন করা হয়েছে’ অভিযোগ তুলে রায়ে সংক্ষুব্ধ সরকারি দল কড়া সমালোচনা করছে।

জিয়াউর রহমান আমলে প্রতিষ্ঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনার এই রায়কে ‘ঐতিহাসিক’ বলছে বিএনপি। আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রায়ের পর্যবেক্ষণের ‘আপত্তিকর’ মন্তব্য ‘এক্সপাঞ্জ’ (বাদ) দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।