• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

রাষ্ট্রদ্রোহীতায় ধরা তারেক-সালাম


প্রকাশিত: ৭:২৭ পিএম, ৬ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

বিশেষ প্রতিনিধি  :  রাষ্ট্রদ্রোহীতায় ধরা পড়েছেন তারেক-সালাম, ২৯ সেপ্টেম্বর চার্জসিট উপস্থাপন হবে আদালতে। 1আদালত সূত্র জানায়, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কারাগারে আটক একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমদাদুল হক এই অভিযোগপত্র দাখিল করেন।  অভিযোগপত্রে একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক (চিফ রিপোর্টার) মাহাথির ফারুকী এবং বিশেষ প্রতিনিধি কণক সরওয়ারকেও আসামি করা হয়েছে। এদের মধ্যে আব্দুস সালাম কারাগারে আছেন। বাকি তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

ক্রিমিনাল ইন্টলিজেন্স এন্ড প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে। ২০১৫ সালের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

মামলায় বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডনে একটি অনুষ্ঠানে তারেক রহমানের দেওয়া বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচারিত হয়। ওই বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার উপাদান রয়েছে বলে অভিযোগপত্রে দাবি করা হয়। মামলায় পরস্পর যোগসাজশে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ওই বছরের ৬ জানুয়ারি তেজগাঁও থানার পুলিশ তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ৮ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়।