রাশিয়ায় তৈরি হচ্ছে বাংলাদেশের ৭ হেলিকপ্টার
বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন ৭টি হেলিকপ্টার তৈরির কাজ শুরু করছে রাশিয়া। ২০১৫ সালে রাশিয়ার কাছ থেকে পাঁচটি এমআই-১৭১ হেলিকপ্টার কিনেছিল বাংলাদেশ। এরপর নতুন করে আরও হেলিকপ্টার সরবরাহের জন্য ঢাকা ও মস্কোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠানের ডেপুটি সিইও আলেকজান্ডার শেরবিবিন বার্তা সংস্থা আরআইএ নভস্তিকে জানান, এই মুহূর্তে কমব্যাট-ট্রান্সপোর্ট হেলিকপ্টারগুলো রাশিয়ার পূর্বাঞ্চলে উলান উড এভিয়েশন প্ল্যান্টে নির্মাণাধীন রয়েছে। আশা করা হচ্ছে ২০১৬ সাল শেষ হওয়ার আগেই ঢাকার কাছে হেলিকপ্টারগুলো সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। ২০১৫ সালে বংলাদেশে পাঠানো হেলিকপ্টারগুলো সন্তোষজনক ফল দেখিয়েছে বলে তিনি দাবি করেন। সূত্র: স্পুটনিক