রাত পোহালেই খুশির ঈদ
প্রিয়া রহমান : রাত পোহালেই ঈদ। বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়, দেশের কোথাও ১৪৩৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।
এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরান, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইউরোপ ও এশিয়ায় বুধবার ঈদুল ফিতর উদযাপিত হয়।
রাজধানী ঢাকায় প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এবারের ঈদের আগে গুলশানে হলি আটিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় বিদেশি নাগরিকসহ ২০ জনের মৃত্যুর শোকের আবহে ঈদ উদযাপন হচ্ছে।