• বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪

রাজীবের দুই ভাইকে কোটি টাকা দেয়ার নির্দেশ


প্রকাশিত: ৪:৫৬ পিএম, ৮ মে ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৭ বার

Rajib-www.jatirkhantha.com.bd

কোর্ট রিপোর্টার :  দুই বাসের চাপায় হাত হারানো পরে মৃত রাজীবের দুই ভাইকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) এবং স্বজন পরিবহনের গাড়ির মালিককে এ ক্ষতিপূরণ (অর্ধেক করে) দিতে হবে মর্মে মঙ্গলবার সকালে আদালত এ নির্দেশ দেন।বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ ক্ষতিপূরণ বিষয়ে এ আদেশ দেন।

আগামি ২৫ জুনের মধ্যে রাজীবের খালা এবং স্থানীয় জনপ্রতিনিধির ছেলে শুল্ক কর্মকর্তা ওমর ফারুকের যৌথ অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। বাকি টাকা কবে দিতে হবে, তার জন্য ২৫ জুন আদেশ দেবেন আদালত। ওই দিন বিআরটিসি কর্তৃপক্ষককে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়।

এর আগে সোমবার রাজীবের খালা ও দুই ভাইকে আদালতে আসতে বলেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী সকালেই তারা হাইকোর্টে হাজির হন।রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার তথ্য হাইকোর্টকে জানান সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ৩ এপ্রিল দুই বাসচালকের বেপরোয়া গাড়ি চালানো শিকার হন রাজীব। দুই বাসের চাপে হাত কাটা পড়ে রাজীবের। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রাজীবের চিকিৎসার খরচ স্বজন পরিবহন মালিক এবং বিআরটিসিকে বহনের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং

প্রয়োজনে ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন সংশোধন বা নতুন করে বিধিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এ রুল এখন বিচারাধীন।গত ১৬ এপ্রিল সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মারা যান রাজীব। ৬ মে এ তথ্য আদালতকে জানান আইনজীবী।