• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

রাজাপুরে পল্লী বিদ্যুতের এ্যাকশান ১৮ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ১০:১৮ পিএম, ১৭ অক্টোবর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

1ঝালকাঠি,প্রতিনিধি:  ঝালকাঠির রাজাপুরের পল্লী বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় ১৮ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা শহরের বিভিন্ন স্থানের এ ১৮ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত ইউএনও শাহ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (সদর কারিগরি) প্রকৌশলী গনেশ চন্দ্র দাশ, এজিএম (ওএন্ডএম) প্রকৌশলী গোবিন্দ চন্দ্র শীল, এজিএম (ওএন্ডএম) আনসার উদ্দিন, এজিএম (প্রশাসন) তুষার আহম্মেদ, এজিএম (অর্থ) সানোয়ার হোসেন, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক রহিম রেজা, রাজাপুরের জুনিয়র প্রকৌশী মিজানুর রহমান ও মতিউর রহমানসহ পল্লী বিদ্যুতের একদল লাইনম্যান ও এসআই চাঁন মিয়াসহ রাজাপুর থানার একদল পুলিশ অংশ নেন। ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, ৫ হাজার টাকার বেশি বকেয়া বিল পরিশোধ করেনি এমন উপজেলার ৬৩ জনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এদের কাছে প্রায় ৭ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। সোমবারের অভিযানে ১৮ জনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদের কাছে ১ লাখ ৮৩ হাজার ৫৯ টাকা বকেয়া রয়েছে। পরবর্তীতে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পল্লী বিদ্যুৎ।