• সোমবার , ২৭ জানুয়ারী ২০২৫

রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাবে মি. ফিজ


প্রকাশিত: ২:২৫ এএম, ৫ এপ্রিল ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৪০ বার

স্পোর্টস রিপোর্টার : রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাবে মি. ফিজ। প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। নিউজিল্যান্ডের দুঃস্বপ্নের সফর শেষে দেশে ফিরেই সরাসরি আইপিএলে অংশ নিতে ভারতে গেলেন কার্টার মাস্টার মি. ফিজ মোস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে বিমানবন্দর থেকে বাড়ি ফিরলেও ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজুর রহমান। তিনি বাড়ি ফেরেননি।

আইপিএলের ১৪তম আসর শুরু হতে যাচ্ছে ৯ এপ্রিল। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুই ক্রিকেটার। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, অন্যদিকে মুস্তাফিজ মাঠে নামবেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল।

ইনজুরির কারণে রাজস্থানের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না ইংলিশ পেসার জোফরা আর্চার। আর তাই দলের প্রয়োজনে মুস্তাফিজ রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস।