• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

রাজনৈতিক ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৭:৪৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২২৯ বার

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা-দুইটা হরতাল দিয়ে বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার ঠেকানো যাবে না।’ গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
সন্ধ্যায় নিউইয়র্কের ম্যারিয়ট মার্কি হোটেলে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনাটি দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতিবাজ দল। আল্লাহ বাংলাদেশকে এদের খপ্পর থেকে রক্ষা করেছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে বাংলাদেশের যে কী অবস্থা হতো, তা ভাবলেই ভয় হয়।’ যারা হাওয়া ভবন-খাওয়া ভবন করে দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছিল, তাদের বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।
গত ৫ জানুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি এখন বুঝতে পেরেছে তারা মারাত্মক ভুল করেছে। রাজনৈতিক ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে।

যেসব প্রবাসী বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, তাঁরা ঢাকা বিমানবন্দরে নেমেই ‘অন অ্যারাইভাল ভিসা’ পাবেন বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সিলেটের ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করেছিল। সুযোগ-সুবিধা আরও উন্নত করে অচিরেই এটিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থায় নিয়ে যাওয়া হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের ‘ঢাকা-নিউইয়র্ক’ ফ্লাইট চালু ও কক্সবাজার বিমানবন্দরকে উন্নত করার ঘোষণা দেন ।

সংবর্ধনায় প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রবাসীদের সামনে তুলে ধরেন। শিক্ষা, যোগাযোগ ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বমন্দা মোকাবিলা করে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত করা হবে।

পাঠকের মন্তব্য ( ৪১ )

  • ২৫
    ৩৭

    দেশের রাজনীতিতে হরতাল এখন কেবল ‘ফ্লপ ‘ কর্মসূচি মাত্র। মানুষ অনেক সচেতন, তাই হরতাল দেয়া মানে নিজ পায়ে কুড়াল মারা।

    • ২২
      ৩৬

      বেগম খালেদা জিয়া ভুলেজান যে, এটা ২০১৪, নব্বই দশক না। নব্বই দশকে বাংলাদেশের প্রধান প্রিন্ট মিডিয়াগুলি বেগম খালেদা জিয়ার এক আপোষহীন এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করেছিল। যে কারনে বেগম জিয়ার ব্যাক্তিগত জনপ্রিয়তা আকাশচুম্বি হয়েছিল। বর্তমানে অশংখ্য মিডিয়া থাকার কারনে তার সত্যিকারে অবয়ব জনগনে সমনে দৃশ্যমান। তাই ওনার মেঠে বক্তিতা আর জনগনের কাছে আগের মত আর গ্রহনযোগ্য হয়না। বরাং ওনার কথার অনেক স্ববিরোধিতা জনগন দেখতে পায়।

    • ২৭
      ২২

      আওয়ামীলীগ বিরোধীদলে থাকলেই কেবল হরতাল উজ্জীবিত হয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে।

    • ৩৪
      ১২

      সম্ভব হলে এই বিচার কাজ অনন্তকাল ধরে ঝুলিয়ে রাখুন। কারণ এটা শেষ হয়ে গেলে আর কোন আজুহাতে ভোট চাইবেন? এই সব বিচার শেষ হলে তখন তো আপনার নামে যেসব মামলা ছিল সেগুলোর বিচার শুরু করতে হবে!

    • ২৭
      ১২

      আল্লামা শফি সরকার, আওয়ামীলীগ ও ছাত্রলীগের প্রশংসায় পঞ্চপুখ। আল্লামা শফির ছেলে মাওলানা আনাচ মাদানি বন্দোবস্ত পেয়েছেন বাংলাদেশ রেলওয়ের ৩২ কোটি টাকার সম্পত্তি। ভবিষ্যতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির মুখে হয়তো শুনবো আওয়ামীলীগ ও ছাত্রলীগের গুণকীর্তন। আর সাঈদী পুত্রের নামে হয়তো বন্দোবস্ত হবে সরকারি জমি। সেই আশায় আমরা বুক বেঁধে রইলাম।

    • ১২

      বিএনপি এখন ফ্লপ হরতাল দিচ্ছে। আওয়ামীলীগ বিরোধীদলে গেলে সুপার ডুপার হিট হরতাল হবে।

    • ১২

      জানি শুধু মাত্র শেখ হাছিনা ক্ষমতায় আছে বলে দেখে মানবাতাবিরধীদের বিচার হচ্চে । এ ব্যাপারে কেউ দ্বিমত করতে পারবে না।

    • শুধুমাত্র আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকা অবস্তায় হরতাল লাগাতার হরতাল অবরোধে দেশের জনগনের যে অবর্ণনীয় কষ্ট হয়েছিলো সেসব ইতিহাস ছাড়া কি বলেন মনিরুজ্জামান ?

    • নীতি আর রাজনীতি যোজন যোজন দূরে অবস্থান করে । মানুষ সচেতন, তবে বন্দি খাচা পাখি মতন ! জনগণ বন্দি খাচা পাখি মত ছটফট করে কিন্তু কে শুনে কার কথা ।

    • ১০

      এদেশে চালু হয়েছে গণতন্ত্রের নতুন সংস্করণ, অার তা হলো ১৫৪.৪৭৫ (১৫৪ জন বিনা ভোটে অার টুকুর পোলার একাই ৪৭৫ ভোট), বাহ গণতন্ত্রের কি নমুন দেখাইল অামলীগ ..

    • একটা দুইটা হরতাল দিলে হবে না, টানা লাগাতার হরতাল দিলেই বাকশালের পতন হবে !

  • ৩৪

    স্বাক্ষীকে গুম ও ভারতে পুশইন যেমন সত্যিকার ন্যায়বিচারের অন্তরায় তেমনিভাবে হরতালও দেশের উন্নতির পথে প্রধান অন্তরায় এগুলি কখনোই কোনকিছুর সমাধান করতে পারে না। এতে অারও সমস্যার সৃষ্টি হয়।

    • ১৫
      ৩০

      সাঈদির বিরুদ্ধে সাক্ষি দেয়ার অপরাধে, সাক্ষিকে হত্যা করা হেয়ছে। আর যারা জিবিত আছে, তাদের সবসময় পুলিশ নিরাপত্তায় চলাচল করতে হয়। আর সেই সাঈদির সমার্থকরা যখন বলে “ সাক্ষিকে গুম করা হয়েছে। তা নিতান্তই হাস্যকার। জামাত-শিবির কত ভয়ংকর তা জাতি যেমন একাত্তরে দেখেছিল তেমনি গতবছর ও প্রত্যক্ষ করেছিল।

  • ৪১
    ১০

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি একটি সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতিবাজ দল। আল্লাহ বাংলাদেশকে এদের খপ্পর থেকে রক্ষা করেছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে বাংলাদেশের যে কী অবস্থা হতো, তা ভাবলেই ভয় হয়!!!!!!! বিএনপি আবার ক্ষমতায় আসলে বাংলাদেশের যে কী অবস্থা এটা ভাবার দায়িত্ব জনগণের আর জনগন যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আপনার সমসসা কথায় ?????????

    • তার(হাসিনার) কি হত তাই বলতে চেয়েছে।

    • ১০

      আব্দুল্লা আল মামুন, ভাই এটাই তো আসল সমস্যা ! সমস্যা অনেক কারণ বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের সীমাহীন দুর্নীতি তাদের প্রায় সবাইকে বিচারের কাঁঠ গড়ায় দাঁড়াতে হতে পারে তার প্রত্যেকের অবৈধ সম্পত্তি বাজেয়াফত হতে পারে আর তাই তারা ক্ষমতাকে দীর্ঘস্তায়ী করার লক্ষেই নির্বাচন পদ্ধতিটাই বিচার বিভাগের উপর প্রভাব খাটিয়ে রায়টা নিজেদের পক্ষে নিয়েছে ! আর এখন বাকশাল কায়েম করে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে রাখার অপচেষ্টায় লিপ্ত যা দেশের স্বধীন বিচার ব্যবস্তার প্রতি একটি মারাত্বক হুমকি স্বরূপ !!!

    • ১৯৯৬ এ ১৫ ফেব্রুয়ারী নির্বাচন করার পর খালেদাও ইচ্ছা করলেই পারত জোর করে ক্ষমতায় থাকতে কিন্তু উনি বিরোধী মতের প্রতি সন্মান দেখিয়ে CTG এর দাবী মেনে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের সুযোগ করে দেন। এটা তার গনতন্ত্রের প্রতি সন্মান দেখানর প্রমান বলেই মনে হয়। আমাদের বর্তমান অসম্ভব জনপ্রিয় সরকার ও সে রকম করলে কি ভাল হয় না????? অন্যথায় ভুল এর পরিমান বাড়তেই থাকবে !!!!!!

  • ২৮

    ওতো এমনিতেই ঠেকে আছে, হরতাল দিয়ে ঠেকাবার কোন প্রয়োজন নাই।

  • ২০

    হরতাল আমরা তো চাই না। দয়া করে বিরোধী দলে গেলে হরতাল দিবেন না। আর বিচারকে আমরা পূর্ন সমর্থন জানাই। কিন্তু আপনারা সংবিধান সংশোধন করার সময় এমন আইন করলেন না কেন যে যুদ্ধপরাধীদের রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। নয়ত নয়ত সরকার পাল্টালেই তো সাইদী মুক্তি পেয়ে মন্ত্রী ও হয়ে যেতে পারে। তবে জামাত নিষিদ্ধ না করে যুদ্ধপরাধের বিচার কি অসম্পূর্ন থাকে না?

  • ২৮

    কটা-দুইটা হরতাল দিয়ে বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার ঠেকানো যাবে না।’ তবে গোপনে মৃত্যুদন্ড ঠেকানোর পথ খোলা আছে।

  • ২৮
    ১০

    এখন হরতাল মানেই মানবতাবিরোধীদের বিচার ঠেকানোর চেষ্টা ?

  • দয়া করে ….কথা বাদ দিয়ে জনগনের অাসল ভাষাটা বুঝুন, কাজে লাগবে।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা-দুইটা হরতাল দিয়ে বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার ঠেকানো যাবে না।’ হরতাল দেয়ায় সিদ্ধহস্ত শেখ হাসিনাই ভালো জানেন ক’টি হরতাল দিলে কি ঠেকানো যায়! তিনিই ১৭৩ দিন হরতাল দিয়েছিলেন ‘তত্ত্বাবধায়ক সরকার’ এর জন্য। যদিও ‘তার আন্দোলন সংগ্রামের ফসল’ এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তিনিই বাতিল করেছেন জনমত পদদলিত করে।

  • হরতালের দিন অধিকাংশ মানুষ নিজের গাড়ি, দোকানপাট সন্ত্রাসি হামলার ভয়ে বন্ধ রাখে, এরকম ভয় দেখিয়ে সাধারন মানুষের মন জয় করা যায়না।

  • Arrange election under the caretaker govt that is best for the country.

  • Go ahead-joy bangla.

  • হরতালকে ভয় পান নাকি….// ???

    • জি হরতালে অনেক ভয় পাই….. আপনি ভয় পান না কারন আপনি তো ….. থাক আর বললাম না

  • এই দিন দিন নয় আর ও দিন আছে । পরিনতিনর কথা যে ভাবে সে বুদ্দহিমান ।

  • মাননীয়া প্রধানমন্ত্রী, এসব বলে কি কোন কাজ হবে।? এ দেশের বোকা জনগণ বুঝে গেছে এসব হচ্ছে বিরোধী দলগুলিকে ঘায়েল করা জনগনের সামনে বিরোধীদেরকে হেয় করা। আমরা সবই বুঝি সরকারী দলের সব অনৈতিক কাজ কর্মের বিরুদ্ধে কেউ বললে তাকে যে কিভাবে হেনস্তা করা হয় তার এইসবই হচ্ছে তার নমুনা মাত্র !!!

  • প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের হাল ধরতে হবে এমনিতেই আমরা অনেক পিছিয়ে রয়েছি। আসুন আমরা হিংসার রাজনীতি পরিহার করে সুন্দর দেশ গঠন করি।

  • হরতাল দিয়ে কে বা বিচার ঠেকাতে চাইল, তা তো জানা হলো না।

  • আপনারা আ.লীগ কোন অজুহাতে শত শত দিন হরতাল করেছিলেন বলতে পারবেন, হয়তো কারন এখন মনে নেই। সময় ফুড়িয়ে গেলে মনে থাকেনা। হয়তো আপনাদের এখন সুসময় দুঃসময় আপনাদের একদিন আসবে ।

  • একটা কথা বলি, মনে করুন সেখ হাসিনা বলল “হা আমরা মধ্যবর্তী নির্বাচনের বেপারে চিন্তা করছি, কবে এই নির্বাচন দেয়া যায়, তা জানাবো ” . তা হলে কি হবে ? এই সরকারের কোন অস্তিত থাকবে। সংসদে পাশ করা কোন আইনের অস্তিত্ব থাকবে ? সবাই পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে। আর এই সরকারের কোন অস্তিত্ব থাকবে বলে কি মনে হয় ? কেউ কি এই সরকারের কথা শুনবে ? আওয়ামীলীগ এক মহা সঙ্কটে আছে বলেই মনে হয়। তাই এই সঙ্কট থেকে উত্তরনের জন্য জামায়াতকে যারপর নাই ছাড় দিবে এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আর জামায়াত দুই দল থেকেই ফায়দা লুটবে। আর ইতি মধ্যেই বিএনপির সাথে আসন নিয়ে দেন-দরবার শুরু করেছে। আর আওয়ামীলীগের সাথে করছে গোপনে।

  • বি ন পি ক্ষমতায় আসলে কিছুই হবেনা কারন এর আগে অনেক বার ক্ষমতায় ছিল কিন্ত বি ন পি ক্ষমতায় আসলে যে আপনাদের ১২ টা বাজাইবে তাই আপনারা এই আবোল তাবোল বকতেছেন

  • বিএনপি কে জিবনে কনদিন খমতায় দেখতে চাই না …… দুরনিতিতে ৫ বারের চ্যামপিয়ন …..।

  • একটা-দুইটা হরতাল দিয়ে বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার ঠেকানো যাবে না………তার মানে আরও হরতাল দিতে হবে………… ,

  • You are an autocrat elected by 5 percent voters. Its time for you to quit. No need to continue politics at age 70 and stick to party power for 32 years. Time is running out. People wants democracy not Baksal style government.

  • World Champion ………..

  • বিচার ঠেকানোর জন্য হরতালের দরকার নেই, যেভাবে আতাতের গনধ ছড়াচ্চে তাতেই বোঝা যায়। ন্যায়বিচারের নিশচয়তা, এবং নিরপেখ্য বিচার ব্যাবসথার মাধ্যমে যে সরকারই মানবতাবিরোধী অপরাধের বিচার করবে, তাদের প্রতি দেশের জনগনের পুর্ন সমর্থন থাকবে। কিন্ত আপনারাতো এই বিচার নামক প্রহসনটাকে নিজেদের রাজনইতিক হাতিয়ার হিসাবে ব্যাবহার করছেন।নিজেদের ইচ্চেমত মারছেন, ছাড়ছেন।

  • কি আর হইবো…?

 

 

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোনঃ ৮১৮০০৭৮-৮১, ফ্যাক্সঃ ৯১৩০৪৯৬, ই-মেইলঃ info@prothom-alo.info
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি