• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

‘রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন উগ্রবাদ দমনে’


প্রকাশিত: ৫:২৪ পিএম, ২ মার্চ ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

 

 

স্টাফ রিপোর্টার : উগ্রবাদ দমনে রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার প্রয়োজন বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য উদ্বেগের কারণ উগ্রবাদ। সম্মিলিত চেষ্টায় এই উদ্বেগ দূর করতে হবে।’শনিবার (২ মার্চ ) এফডিসিতে ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমাক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মানুষের জন্য ফাউন্ডেশনের ‘সম্প্রীতি’ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের মতো উগ্রবাদ ও সহিংসতার চ্যালেঞ্জ বাংলাদেশকে মোকাবিলা করতে হচ্ছে। শুধু ধর্মীয় উন্মাদনার কারণে উগ্রবাদের বিস্তার ঘটছে না; সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যও এর জন্য দায়ী।’প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে লালমাটিয়া মহিলা কলেজ ও বিরোধী দল হিসেবে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার বিতার্কিকরা অংশ নেন।