• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

রাজধানীসহ দেশজুড়ে ৪.৯ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ২:৩৭ পিএম, ৫ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৪ বার

 

স্টাফ রিপোর্টার : আজ দুপুর দেড়টায় রাজধানীসহ দেশজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 1ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ে। এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এতথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, বাংলাদেশ সময় বেলা ১টা ৪২ মিনিটে রিখটার স্কেলে ৪.৬ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়।এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২১২ কিলোমিটার উত্তর পূর্বে ভারতের মেঘালয় রাজ্যের লাখিপুরে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।