• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পেশাদার ছিনতাইকারী-নারী পাচারকারী নিহত


প্রকাশিত: ৮:১৮ পিএম, ৯ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৪ বার

স্টাফ রিপোর্টার  :   রাজধানীর রামপুরা ও তুরাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। 1র‌্যাব দাবি করছে, নিহত দুইজনই ছিনতাইকারী। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার পরিচালক কমাণ্ডার মুফতি মাহমুদ খান জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে পূর্ব রামপুরার বালুর মাঠে র‌্যাব-৩ এর একটি টহল দলের সঙ্গে ছিনতাইকারীদের ‘বন্ধুকযুদ্ধ’ ঘটে।

এসময় কামাল পারভেজ (৩৫) নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে র‌্যাব দুই রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল ও রিভলবারের ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।নিহত কামাল পারভেজ একজন পেশাদার ছিনতাইকারী বলে দাবি করেছে র‌্যাব।

এদিকে, রাজধানীর তুরাগ থানার প্রত্যাশা ব্রিজ এলাকায় চেক পোস্টে তল্লাশি চলাকালে একদল ছিনতাইকারীর সঙ্গে র‌্যাবের গুলি বিনিময় হয়। এতে একজন নিহত হন। নিহত ব্যক্তি অজ্ঞান পার্টির সরদার, নারী পাচারকারী ও ছিনতাইকারী বলে র‌্যাব জানিয়েছে।এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।